Tuesday 27 March 2012

অর্থই অনর্থের মূল।

অর্থই অনর্থের মূল।
পকেট ভারী হয়া মাত্রই নাকি অনেক মানুষের  নায়-নীতিবোধ বেবাক উবে জায়।
'প্রসিডিংস অব দি ন্যাশনাল অ্যাকাডেমি  অব সায়েন্সেস' পত্রিকা জানাছে, “মধ্যবিত্ত বা নিম্নবিত্ত নয়, ব্যাংক ব্যালান্স যাদের বেসি, তাদের  মধ্যে ই ধাপ্পা বাজী  বেশি  দেখা  যায় ” “ অবশ্য সব ধনী ব্যক্তিই প্রতারক তেমন  ভাবার  কোনও কারন নেই”

অনেক দিন আগের কথা , আমার  এক বন্ধুর রেডিওর  দোকান ছিল (১৯৬০ শাল)  তখন  টেলিভিশন   আসেনি    আমার  অবসর  সময় টা ওখানেই  কাটা তাম ।
একদিন  দোকানে বসে আছি , একজন  লোক (সার্ট প্যান্ট পরা কিন্তু কাঁধে গামছা )  এসে  বন্ধুকে বলল  দেখুন  আজ ৫ তারিখ  আপনার  পাওনা  ১০ টাকা  দেব বলেছিলাম   কিন্তু মাইনে  পাইনি । তবে ৮ তারিখের  মধ্যে নিশ্চয় পেয়ে   যাব ; কিছু মনে করবেন  না  আমি দিয়ে যাব । লোক টি ধীরে  হেঁটে  চলে  গেলেন 

বন্ধু। দেখলে ; এই লোকটি কারখানায়  কাজ  করেন । পয়সা  ওলা  লোক নয়, সাধারন  মধ্যবিত্ত। তবে  আত্মসন্মান  বোধ প্রখর।

আমি।  কি বলতে  চাও; পয়সা  ওলা দের  আত্মসন্মান বোধ থাকেনা  ?

বন্ধু।   সবার থাকেনা ।  আমার এক গাড়ী ওলা customer আজ তিন মাস ধরে  দিতাছি  দিমু  করে  ঘোরাচ্ছে।
* Friends comment please *
                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

  



Thursday 23 February 2012

আমি আনাড়ি ব্লগ লিখছি ।

আমি ব্লগ লিখছি
আমি ...
একে আনাড়ী তায় নতুন এবং এই প্রথম । তাই ভুল ধরবেনা। বরং শুধরে দেবেন কারন আপনারা যারা পড়বেন তাদের আমি আমার সিনিয়র মনে করছি। আবশ্য যদি পড়েন!!
কি ভাই ও বোনেরা শুধরে দেবেন ত ? 
বিমান মিত্র।